যে বিপদকে ভয় পায় সে বিপদে কি করতে হয় তা শিখতে পারে না এবং বিপদ থেকে
উদ্ধার পাওয়া তার জন্য অসম্ভব হয়ে পড়ে। তাই বিপদকে সহজভাবে নিন দেখবেন বিপদ
আপনাকে এড়িয়ে চলবে।
কারও প্রতি খারাপ ধারণা পোষণ করবেন না। একসময় তা বিষাদে রূপ নিয়ে ভয়াবহ আকার ধারণ করবে । তখন তাকে মারতে এমনকি খুন করতেও দ্বিধাবোধ হবে না। যদি একান্তই কারও প্রতি বিরক্তিবোধ কিংবা রাগ থাকে তবে যে কারণে রাগ লাগে তা স্বাভাবিক হিসেবে নিন। যদি তা না পারেন তবে তার ভাল গুনগুলো চোখের সামনে আনুন এবং তফাত করে দেখুন কোনটার ওজন বেশি ভারী। যদি খারাপটাই ভারী হয় তবে তাকে এড়িয়ে চলুন। যদি না পারেন(খুব কাছের মানুষ হলে) তাহলে নিজের মনকে বুঝান যে, পৃথিবীতে সবসময় মানুষ একইরকম নয়। যদি তাই হত তবে মহত্মা গান্ধী কিংবা নেলসন ম্যান্ডেলা কিংবা হিটলারকে নিয়ে এত মাতামাতি বা হইচই হত না। আর চেষ্টা করুন মনের স্বতঃস্ফুর্ত ভাব ধরে রাখার, তাতে কারও প্রতি রাগ কিংবা বিষাদের সৃষ্টি হয় না। এটা আমার অভিজ্ঞতা। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন।
কারও প্রতি খারাপ ধারণা পোষণ করবেন না। একসময় তা বিষাদে রূপ নিয়ে ভয়াবহ আকার ধারণ করবে । তখন তাকে মারতে এমনকি খুন করতেও দ্বিধাবোধ হবে না। যদি একান্তই কারও প্রতি বিরক্তিবোধ কিংবা রাগ থাকে তবে যে কারণে রাগ লাগে তা স্বাভাবিক হিসেবে নিন। যদি তা না পারেন তবে তার ভাল গুনগুলো চোখের সামনে আনুন এবং তফাত করে দেখুন কোনটার ওজন বেশি ভারী। যদি খারাপটাই ভারী হয় তবে তাকে এড়িয়ে চলুন। যদি না পারেন(খুব কাছের মানুষ হলে) তাহলে নিজের মনকে বুঝান যে, পৃথিবীতে সবসময় মানুষ একইরকম নয়। যদি তাই হত তবে মহত্মা গান্ধী কিংবা নেলসন ম্যান্ডেলা কিংবা হিটলারকে নিয়ে এত মাতামাতি বা হইচই হত না। আর চেষ্টা করুন মনের স্বতঃস্ফুর্ত ভাব ধরে রাখার, তাতে কারও প্রতি রাগ কিংবা বিষাদের সৃষ্টি হয় না। এটা আমার অভিজ্ঞতা। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন।