বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪

যে বিপদকে ভয় পায় সে বিপদে কি করতে হয় তা শিখতে পারে না

যে বিপদকে ভয় পায় সে বিপদে কি করতে হয় তা শিখতে পারে না এবং বিপদ থেকে উদ্ধার পাওয়া তার জন্য অসম্ভব হয়ে পড়ে। তাই বিপদকে সহজভাবে নিন দেখবেন বিপদ আপনাকে এড়িয়ে চলবে।
কারও প্রতি খারাপ ধারণা পোষণ করবেন না। একসময় তা বিষাদে রূপ নিয়ে ভয়াবহ আকার ধারণ করবে । তখন তাকে মারতে এমনকি খুন করতেও দ্বিধাবোধ হবে না। যদি একান্তই কারও প্রতি বিরক্তিবোধ কিংবা রাগ থাকে তবে যে কারণে রাগ লাগে তা স্বাভাবিক হিসেবে নিন। যদি তা না পারেন তবে তার ভাল গুনগুলো চোখের সামনে আনুন এবং তফাত করে দেখুন কোনটার ওজন বেশি ভারী। যদি খারাপটাই ভারী হয় তবে তাকে এড়িয়ে চলুন। যদি না পারেন(খুব কাছের মানুষ হলে) তাহলে নিজের মনকে বুঝান যে, পৃথিবীতে সবসময় মানুষ একইরকম নয়। যদি তাই হত তবে মহত্মা গান্ধী কিংবা নেলসন ম্যান্ডেলা কিংবা হিটলারকে নিয়ে এত মাতামাতি বা হইচই হত না। আর চেষ্টা করুন মনের স্বতঃস্ফুর্ত ভাব ধরে রাখার, তাতে কারও প্রতি রাগ কিংবা বিষাদের সৃষ্টি হয় না। এটা আমার অভিজ্ঞতা। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন।

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪

অটোরিক্সা প্রসঙ্গে কিছু বলতে চাই

অতি সম্প্রতি সরকার আদালতের আদেশে চট্টগ্রাম শহরে অটোরিক্সা চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। কারণ এই রিক্সা শহরে অধিকাংশ দূর্ঘটনার জন্য দায়ী। এটি হয়তো অটোরিক্সা চালকদের বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে হতে পারে। কিন্তু হঠাত্ করে এই ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া কোন অবস্থাতেই উচিত নয় বলে আমি মনে করি। আপনাদের বুঝতে হবে এই সেক্টরে অনেক মধ্যবিত্ত লোক বিনিয়োগ করেছে। আমি একটা জিনিস বুঝি না সরকার কি এগুলো প্রথমে দেখে না । চোর পালালে বুদ্ধি বাড়ে- এই প্রবাদটা সরকারের সাথে পুরোপুরি মানানসই। পূর্বের সকল সিদ্ধান্তেই তার প্রতিফলন দেখতে পাবেন। ইউনিপে-টু-ইউ যখন কোটি কোটি টাকা মানুষ থেকে হাতিয়ে বিদেশ পাচার করে ফেলল তখনই তাদের হুশ হল। এর আগে তারা কিছু দেখেও নাই শুনেও নাই। এ কেমন দেশ। ডেসটিনি, গ্রামীণ-ব্যাংক এর ক্ষেত্রেও পাঠকমাত্র দেখতে পাবেন তাদের এই আচরণ। যাক আমার বলার বিষয় হল-
সরকার চাইলে অটোরিক্সার জন্য আইন করতে পারত, তাদের জন্য লাইসেন্সের ব্যবস্থা করা যেত, বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক কাঠামো দাঁড় করাতে পারত, রিক্সার গতি সীমিত রাখার ব্যবস্থা করা যেত। তাহলে রিক্সাচালকদের কষ্ট কিছুটা হলেও লাঘব হত এবং যাত্রীদেরও সিএনজি ভাড়ার ভোগান্তি থেকে মুক্তি পাওয়া যেত। কিন্তু সরকার তা না করে সরাসরি বন্ধ করে যাত্রী, চালক এবং মালিক সকলকেই অসহনীয় ভোগান্তিতে ফেলে দিলেন। আমরা আশা করব সরকার এই ব্যাপারে পুনরায় নতুন কোন সিদ্ধান্ত নিবেন।