শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬

গরুর কষ্ট

এই কোরবানির ঈদের ঘটনা - শুনলাম আমার চাচার  গরু নাকি খুব বেশি রাগ দেখাচ্ছিল। শিং দিয়ে গুতা মেরে দেয়াল ভেঙ্গে ফেলার অবস্থা। পুরোটা রাত এই অবস্থা চলেছিল। পরদিন জানতে পারলাম যে গোয়ালঘরে গরুটিকে রাখা হয়েছিল সেখানে প্রচুর বিষাক্ত পিঁপড়া ছিল। পিঁপড়ার কামড়ে সে অতিষ্ঠ হয়ে রাগ ঝাড়ছিল। প্রশ্ন হল কেন আমরা তাদের দুঃখ বুঝিনা বা বুঝার চেষ্টাও করিনা। আমরা নিজেদের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী দাবি করি। যেহেতু তারা আমাদের উপকার করে তাদের যত্ন নেয়া কিসে তাদের কষ্ট হয় তার প্রতি খেয়াল রাখা আমাদের নৈতিক দায়িত্ব নয় কি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন