ভাই আপনারা আপনাদের ধর্মকে কি শ্রদ্ধা করেন না? দূর্গাপূজায় সর্বদা গান-বাজনা চলতেই থাকে। এটা কি হিন্দু ধর্মের কোথাও লেখা আছে? ধর্ম হল আবেগের বিষয় মজা বা ফানের বিষয় নয়। কিন্তু আপনারা তা পুরোটাই ফান বা মজাতে নিয়ে গেছেন। যখন প্রতিমা ফেলে দেওয়া হয় তখনো দেখি ঢোল বাজনা করা হয়। আপনারা কি করেন আসলে আপনারা নিজেরাই জানেন না। আরও ইসলাম ধর্মকে যা তা বলেন। ইসলাম ধর্মকে অপবাদ দেন। ইসলাম ধর্ম পরিপূর্ণ জীবন বিধান। প্রত্যেকটি বিষয়ই এখানে স্থান পেয়েছে। যাকাত একমাত্র ইসলামের বৈশিষ্ট্য যার দারিদ্র শতভাগ দূর করা সম্ভব। নামাজ হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবাদত বা প্রার্থনা। এটা কি আপনি ভূল প্রমাণ করতে পারবেন? নারীকে সবচেয়ে বেশি সম্মানিত করেছে ইসলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন