শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪

কৌতুকগুলো পড়ুন এবং কমেন্ট করুন প্লিজ

  • বন্ধুু বন্ধুকে বললো 
একটা কথা বললে বিশ্বাস করবি? আমার চেনা এক সৎ সুন্দরী স্বাস্থ্যবতী অর্থবান মহিলা তোর জন্যে রীতিমতো মরতে বসেছে।
দ্বিতীয় বন্ধু: তাই নাকি? কিন্তু তুই তাকে বাচাচ্ছিস না কেন?
  • রোগ সম্পর্কে আলোচনা করতে গিযে এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করলো: আচ্ছা তুমি কি কখনো ডিপথিরিয়ায় ভুগেছো ? 
দ্বিতীয় বন্ধু: হ্যা, বেশ কয়েকবার।
প্রথম বন্ধু: কতদিন পরপর?
দ্বিতীয় বন্ধু: যখনই আমাকে বানানটা জিজ্ঞাসা করা হয়েছে।
দুই বন্ধু একসাথে হোস্টেলে থাকাবস্থায় একজন অসুস্থ হল-
প্রথম বন্ধু: বন্ধু, চল ডাক্তারের কাছে যাবি।
দ্বিতীয় বন্ধু: না বন্ধু আজ বেশি খারাপ লাগতেছে। কালকে যাব।
  • এক বক্তা শ্রোতার উদ্দেশ্যে বলতেছেন-
আপনারা সবাই গরু............ কি একটা কারণে এদিক অদিক তাকাচ্ছিলেন।
শ্রোতারা সবাই বলাবলি করতেছে-দেখলি, হারামজাদা আমাদেরকে গরু বলতেছে।
বক্তা পরবর্তী শব্দগুলো বললেন- ....চাষ করবেন।
শ্রোতা: হুমমম, চারিদিকে হাসির রোল পড়ে গেল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন