আপনার দেয়া পাসওয়ার্ড কত দিন টিকবে সে সংক্রান্ত দুটি অপশন পাবেন উইন্ডোজ একাউন্ট পলিসিতে: ১.Password Never Expires ও ২. Password Expires in .....days। ১মটি সিলেক্ট করলে আর পাসওয়ার্ড বদলাতে হবে না, আর ২য়টি সিলেক্ট করলে তার নির্দিষ্ট মেয়াদ দেয়া যায়। নিরাপত্তার খাতিরে ২য়টি সিলেক্ট করতে হবে এবং গ্রহণযোগ্য মান বসাতে হবে। ডিফল্ট হিসেবে ৪২ দিন উল্লেখ থাকে। আপনি চাইলে কমও দিতে পারেন এবং এতে পাসওয়ার্ড পাল্টাতেই হবে। এর উল্টোদিকে আরেকশন থাকে। তা হল Minimum Password Age। একবার পাসওয়ার্ড বদলানোর কতক্ষণ পর ইউজার আবার সেই পাসওয়ার্ড বদলাতে পারবে সেটি এখানে উল্লেখ করা হয়।এখানে ডিফল্ট হিসেবে Allow changes immediately । এর ফলে ইউজার প্রতিমুহূতে তার পাসওয়ার্ড বদলাতে পারে। এর পরিবর্তে আমরা উল্লেখ করে দিতে পারি একবার পাসওয়ার্ড বদলানোর পর কতদিন পর আবার পাসওয়ার্ড বদলাতে পারবে।
লিনাক্স কম্পিউটারে পাসওয়ার্ড সংক্রান্ত পলিসি নির্ধারণ করে দেয়া হয় /etc/login.defs ফাইলে। এখানে PASS_MIN_DAYS । এর মাধ্যমে পাসওয়ার্ড বদলানোর পর কতদিন পর আবার পাসওয়ার্ড বদলানো যাবে তা নির্ধারণ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন