সোমবার, ৬ জানুয়ারী, ২০১৪

ব্যান্ডউইড্‌থ সম্পর্কে জানুন

কোন মাধ্যমে কি পরিমাণ ডাটা একক সময়ে পরিবাহিত হতে পারে তাকে বলা হয় ব্যান্ডউইড্‌থ। যদি কোনো ক্যাবলে সেকেন্ডে ১০ মেগাবিট ডাটা পরিবাহিত হতে পারে, তাহরে তার Bandwidth হলো ১০ মেগাবিট/সেকেন্ড বা ১০ এমবিপিএস। মিডিয়ার Bandwidth যত বেশি হবে তত ভালো। আপনার নেটওয়ার্কে হয়তো নির্দিষ্ট কোনো Bandwidth দরকার। তাহলে সে অনুসারে মিডিয়া নির্বাচন করুন। তামার ক্যাবল ব্যবহার করে সাধারণত Bandwidth  হয় ১০-১০০ এমবিপিএস। এর চেয়ে বেশি   দরকার হলে মিডিয়া হিসেবে ফাইবার অপটিক ব্যবহার করতে পারেন।আমরা যে মডেম ব্যবহার করি তার Bandwidth অপেক্ষাকৃত কম হযে থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন