আমি মনে করি ছেলে আর মেয়ের মধ্যে কখনো বন্ধুত্ব হতে পারে না। বিশেষ করে গ্রামাঞ্চলে। কেননা গ্রামের ছেলেমেয়েরা ছোট থেকে মেয়েদের প্রতি বিশেষ ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হয়। ফলে মেয়েদের সাথে বন্ধুত্ব করতে গেলে একসময় গিয়ে তার মধ্যে ঐ বন্ধুর প্রতি ভালবাসার উদ্ভব হয়। এটা সংস্কৃতিগত এবং পরিবেশগত কারণে হয়ে থাকে। কিন্তু শহরের যারা স্থায়ী বাসিন্দা এবঙ যারা ছোট থেকে শহরে বড় হয়েছে তাদের মধ্যে মেয়ে বন্ধুদের প্রতি তেমন নেগেটিভ চিন্তা আসে না। একদম আসে না তা বলছি না, তবে অধিকাংশই বন্ধুকে বন্ধু হিসেবেই দেখে। আর যাদেরকে ভাল লাগে তাদেরকে সরাসরি বলে ফেলে। কিন্তু গ্রামের ছেলেদের বেলায় তা হয় না, তারা মানুষের সামনে বলে বেড়ায় বন্ধু কিন্তু ভেতরে ভেতরে ভালবাসা অনুভব করে। এটা স্রেফ আমার ব্যক্তিগত মতামত। আপনারা কি বলেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন