সোমবার, ১৩ জানুয়ারী, ২০১৪

আপনি কি জানেন মানুষের প্রথম জন্ম হয় কবে?

ধর্ম সংক্রান্ত বিভিন্ন মতবাদ বাদ দিলে বিশেষজ্ঞদের মতে, বর্তমসান কালের সভ্য মানুষের সৃষ্টি হতে লক্ষ কোটি বছর লেগে গিয়েছে। প্রথমে সৃষ্টি হয়েছে বিভিন্ন আকৃতি ও প্রকৃতির উদ্ভিদ। তারপর উদ্ভিদের খাবার তৈরির জন্য বাতাস থেকে কার্বন-ডাই-অক্সাইড শুষে নিয়ে পৃথিবীর বাতাসে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে যখন একটা ভারসাম্য অবস্থার সৃষ্টি হয়-তখন পৃথিবী প্রাণীদের বাসযোগ্য হয়ে উঠে। অবশ্য তখনো মানুষের জন্ম হয়নি। আনুমানিক ১৭ লক্ষ বছর আগে মানুষের জন্ম হয় বলে ধারণা করা হয়। ৪ লক্ষ বছর আগে "জাভা মানুষ" বা সটান খাড়া হয়ে চলা "হোমো ইরেকটাস" মানুষের উৎপত্তি ঘটৈ। ৭০০০০ হাজার বছর আগে দেখা দেয় " নিয়নডারথাল মানুষ"। এদের বাস ছিল ইউরোপ, এশিয়া ও উত্তর আফ্রিকায় । আধুনিক মানুষের পুর্বপুরুষ "ক্রো ম্যানিয়ঁ মানুষের" আবির্ভাব এরও অনেক পরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন