চুরি ডাকাতি কমানোর জন্য পৃথিবীর প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি অঞ্চলে আইন
প্রণীত হয়েছে কিন্তু দুনিয়ার কোন আইন এই পর্য্ন্ত চুরি ডাকাতি ঠেকাতে
পারেনি। হয়তো রুপটা পাল্টাইছে। কিন্তু চুরি ডাকাতি কমেনি। একমাত্র ইসলাম
সঠিক সমাধান দিয়েছেন যে, যদি কেউ চোর প্রমাণিত হয় তবে তার অর্ধেক হাত কেটে
ফেল। কারণ একবার চুরির হাত বের হলে ঐ হাত আর ভিতরে ঢুকে না। এবং তার
দেখাদেখি অন্যরা সাবধান হয়ে যাবে। হয়তো প্রাথমিকভাবে অমানবিক মনে হচ্ছে
কিন্তু এটাই সর্বাপেক্ষা উত্তম পন্থা। যদি কোন পাগলা কুকুর আপনার পায়ে কামড়
দেয় তবে আপনি নিশ্চয় তাকে মেরে ফেলবেন অথবা কিছু একটা করবেন যাতে অন্য
কাউকে কামড় দিতে না পারে। এভাবে যে চোর আপনার ঘরে চুরি করেছে সে যে অন্যের
ঘরে কিংবা আপনার ঘরে আবার চুরি করবে না তার কোন গ্যারান্টি নেই। তাই
আল্লাহর দেওয়া বিধানই শ্রেষ্ঠ যদি আপনি অনুসরণ তবে আপনারই লাভ কারণ
মানবজাতির কল্যাণের জন্যই ইসলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন