এক ধর্ম কখনো আরেক ধর্ম কিংবা ভিন্ন ধর্মের লোককে হেয় করার অনুমতি দেয় না। কারণ প্রত্যেক ধর্ম মানুষের কল্যাণের জন্য সৃষ্টি হয়েছে । আমি মুসলিম তাই বলে হিন্দু ধর্মের লোককে হেয় করতে পারব না। সবচেয়ে বড় কথা সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে,হয়তো ধরণটা ভিন্ন। কিন্তু আমি ঘৃণা করি যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না। যাদের আমরা কমিউনিস্ট বলে চিনি। তারা বলে সবকিছুই নাকি মানুষের তৈরী, স্রষ্টা বলে কিছু নেই। হায়রে অভাগা আশপাশে একটু খেয়াল করে দেখ, সামান্য একটা কম্পিউটার তৈরির জন্য একাধিক বৈজ্ঞানিক কাজ করেছেন। ইন্টারনেট উন্নয়নের জন্য ১০-১৫ জন্য বিজ্ঞানী অবদান রেখেছেন। অথচ কম্পিউটারের স্রষ্টা তৈরি হয়েছে বিবর্তনের মাধ্যমে,কোন স্রষ্টা ছাড়াই, কি হাস্যকর ব্যাপার। এরা আসলে জ্ঞানপাপী। আল্লাহ কোরআন শরীফে বেশ কযেক জায়গায় শিক্ষিত মুর্খ এর উল্লেখ করেছেন, এরা সেই লোক। একজন হিন্দুকে আমি কখনো হেয় করতে পারি না কিংবা বৌদ্ধকে হেয় করতে পারি না। প্রত্যেক ধর্মই মানুষের কল্যাণ, মঙ্গলের কথা বলেছে। সুতরাং তাদের উপর অত্যাচার করা যাবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন