সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৪

ইভটিজিংয়ের জন্য প্রথমত মহিলারাই দায়ী.....

যদি কোন মহিলা ইভটিজিংয়ের শিকার হন তবে আমি বলব প্রথমত তার । কেননা তিনি যদি ঐভাবে না চলতেন যাতে ছেলেরা টিজ করার সুযোগ তাহলে তিনি নিরাপদ থাকতেন। নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে। আপনি যদি ফুটপাত দিয়ে না চলে গাড়ি চলার রাস্তা দিয়ে হাটেন এবং আপনি যদি গাড়ির সাইড লেগে আহত হন তবে আপনি আপনার দোষ কোনমতেই এড়িয়ে যেতে পারেন না। কারণ ফুটপাত দেওয়া হয়েছে পথযাত্রীদের চলার জন্য এখন আপনি যদি বাহাদুরের মতো রাস্তায় চলাফেরা করেন এবং গাড়ির ধাক্কায় আহত হন তবে গাড়ির ড্রাইভারের চেয়ে আপনার দোষ অংশেই কম নয়। আল্লাহ সবাইকে স্বাধীনসত্তা দিয়েছেন যাতে নিজের বিবেক খাটিয়ে চলতে পারি। তিনি একসাথে ভাল এবং খারাপ দুটি দিক মানুষের সামনে তুলে ধরেছেন। সুতরাং আমাদের উচিত যেটা ভাল সেটা গ্রহণ করা, তাতে আমাদেরই মঙ্গল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন