ভারত খুবই হিংসাপরায়ন দেশ। তারা আমাদের প্রতিবেশী দেশ হওয়া স্বত্ত্বেও আমাদের টেস্ট খেলার অধিকার কেড়ে নিতে চায়। তারা তাদের সুবিধাথে যা ইচ্ছা তাই করে। বিসিসিআই আমাদের দলকে তাদের দেশে হোস্ট করে না। অথচ তাদের উচিত আমাদের ক্রিকেটের উন্নয়নে ভুমিকা রাখা। তারা সেটা না করে বরং বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের পায়তারা করছে। কিছু কিছু ভারতীয় খেলোয়াড় বাংলাদেশকে নিযে উপহাস করেছে, যা কোন অবস্থাতেই কাম্য নয়। আমার এটা বলার কারণ হলো কিছু বাঙ্গালি ভারতকে অকুন্ঠচিত্তে সমথর্ণ করে। দয়া করে দেশের ক্রিকেটের স্বাথে ঐক্যবদ্ধ হোন, দেশের ক্রিকেটকে বাচান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন