মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪

আমাদের আঙুল মটকালে মট্ করে শব্দ হয় কেন-

মানুষের একটা আঙুলে ছোট ছোট তিনটি হাড় থাকে। হাড় তিনটি নমনীয় পেশী বা টেনডন দ্বারা সংযুক্ত। আঙুলটিকে তার নিজস্ব স্থান থেকে যেই বাকানো হয় তখনই ঐ নমনীয় পেশীটি স্থানচ্যুত হয় এবং একটা মট্ করে শব্দ পাওয়া যায়। পরমুহুর্তে আবার পেশীটি ঠিক জায়গায় ফিরে এলেও একবার মটকানোর সঙ্গে সঙ্গে আবার চেষ্টা করলে এই মট্ শব্দটি পাওয়া যাবে না।
#আমরা হাই তুলি কেন-
আমাদের শরীরে কাজের ফলে ক্লান্তি আসে। শরীরের ক্লান্তি এলেই বাড়তি অক্সিজেনের প্রয়োজন হয়। হাই তুলে আমরা এই অক্সিজেন টেনে নেই।
#আমাদের হাচি হয় কেন-
আমাদের নাকের স্নায়ুকেন্দ্রগুলো অতি সুক্ষ্ম। শরীরের পক্ষে কোন ক্ষতিকর পদার্থ নাকের মধ্য দিযে শরীরে ঢোকার চেষ্টা করলেই স্নায়ুকেন্দ্রে তা বাধাপ্রাপ্ত হয়, এর ফলেই হাচি হতে থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন