আসলে একটি কাজের চারটে দশা আছে। ইংরেজীতে বলে Think and Act (চিন্তা এবং কাজ), Act and fail (কাজ এবং ব্যর্থতা), Fail and learn (ব্যর্থতা এবং সেখান থেকে শেখা) এবং Learn and Succeed (শিক্ষা এবং সবশেষে সাফল্য)। এর মধ্যে দ্বিতীয় দশাটিকে (অর্থাত্ Act and fail )-কে বলা যায় ট্রায়াল এন্ড এরর। কারণ ট্রায়াল বা প্রচেষ্টা করলেই সাফল্য আসে না। বরং ভুল-ত্রুটিগুলো ধরা পড়ে। তাই ট্রায়াল এন্ড সাকসেস বা প্রচেষ্টা এবং সাফল্য নয়। ট্রায়াল এন্ড এরর হলো-প্রচেষ্টা এবং ভুল-ত্রুটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন