মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪

মশা মারা সুগন্ধী কয়েল কী স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর?

মশা মারার সুগন্ধী কয়েল তৈরি হয় নারকেল মালা বা ঐ জাতীয় সেলুলোজ পাউডার, কিছু রাসায়নিক পদার্থ ও গদ বা মোম দিয়ে। পাইরক্সিন ও পাইথ্রয়েড তো থাকেই। যা মানুষের শরীরে সামান্য হলেও বিষক্রিয়া ঘটায়। এছাড়া ঐ কয়েল জ্বললেই কার্বন মনোক্সাইড তৈরি হয় এবং অন্য এমন কিছু পদার্থ তৈরি হয় যা মানব শরীরের পক্ষে মোটেও ভাল নয়। বিশেষ করে বাচ্চাদের শরীরে এইসব কয়েলের প্রভাব বেশ ক্ষতিকর।
তাছাড়া বহুক্ষণ ধরে ঐ সব কয়েল জ্বলা ঘরে নিঃশ্বাস-প্রশ্বাস চালালে মাথা ধরা , বমি ভাব আসতে পারে-পেট্রোলিয়ামজাত পদার্থ শরীরে প্রবেশ করার জন্য্ কারণ অনেক সময়ই ঐ সব কয়েলের সুগন্ধ বাড়াবার জন্য সলভেন্ট হিসেবে সুগন্ধযুক্ত পেট্রোলিয়ামজাত পদার্থ ব্যবহ্রত হয়। এই সব পলিসাইক্লিক হাইড্রোকার্বন অনেক সময় ক্যানসারের কারণও হতে পারে। পাইরিফ্রয়েড থাকার ফলে এমনিতেই চোখ ও গলা জ্বালা করতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন