ফুটবল বিশেষজ্ঞদের বিবেচনায় পেলে সর্বকালের সেরা খেলোয়াড়। আর দর্শকদের বিবেচনায়
ম্যারাডোনা সর্বকালের সেরা খেলোয়াড়। কিন্তু আমরা জানি দর্শকরা প্রায় সময়ই আবেগের বশে
সিদ্ধান্ত দিয়ে থাকে। পেলে যা করেছেন তা ম্যারাডোনার পক্ষে সম্ভব হয়নি, কখনো হত না,
কারণ পেলের প্রতিভা
ম্যারাডোনার মধ্যে ছিল না্। সেটা আপনি মানেন বা না মানেন তাতে কিছু আসে যায় না। রোনালদো
সিনিয়র অলস কিন্তু কৌশলী। গোল কিভাবে দিতে হয় সম্ভবত তার চেয়ে বেশী খুব কম খেলোয়াড়ই
জানে। তার সময়ের তার সমকক্ষ খেলোয়াড় ছিল জিনেদিনে জিদান। বর্তমানে মেসিকে সবর্কালের
সেরা খেলোয়াড় বলা হচ্ছে। অথচ তার ঝুলিতে কি আছে সেটা আর কেউ দেখে না। যে খেলোয়াড় নিজের
দেশকে বিশ্বচ্যাম্পিয়ন বানাতে না পারে তাকে আর যাই বলুক সর্বকালের সেরার মধ্যে গণ্য
করা যায় না। যেটা ম্যারাডোনা , পেলে, জিদান, রোনালদোরা করেছেন। যদি তাই হতো তবে রিয়াল মাদ্রিদের আলফ্রেডো ডি স্টেফানো সর্বকালের
সেরা খেলোয়াড় হতো, কারণ ক্লাবের সাফল্যে বাকী সবাই অনেক পিছিয়ে। কিন্তু তার নাম অনেকেই জানে না।মেসি যদি হয় গ্রেট, তবে ক্রিস্টিয়ানো রোনালদো বেস্ট। আর রোনালদিনহো হল ফুটবলের জাদুকর, যে ফুটবলটাকে যেরকম ইচ্ছা সেরকম করতে পারে। মেসির ড্রিবলিং, টেকনিক, অসাধারণ বুঝার ক্ষমতা সবাইকে মুগ্ধ করে। ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ ড্রিবলিং, টেকনিক, শক্তি, গতি এবং অসাধারণ বুঝার ক্ষমতা এককথায়
গ্রেট ফুটবলার হবার জন্য সব গুণ তার মধ্যে বিদ্যমান। তাই বলছি মেসি সেরা কিন্তু
রোনালদো তার চেয়ে সেরা। মেসি যদি বার্সেলোনা ছেড়ে ইংলিশ ক্লাবে যান এবং
সেখানে একই সাফল্য দেখাতে পারেন, তখন এককথায় মানতে বাধ্য হব-মেসি-ই সেরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন