মানুষে মানুষে ভেদাভেদ অতীত থেকে চলে এসেছে। এটি চিরন্তন সত্য। ধনী-গরীব ভেদাভেদ ছিল, আছে এবং থাকবে। হয়তো ভেদাভেদের ধরনটা ভিন্ন। আগে একভাবে মানুষকে হীন করত আর এখন অন্যভাবে করে। কিন্তু ভেদাভেদ বন্ধ হয়নি। এই ভেদাভেদ দুর করার জন্যই পৃথিবীতে যত ধর্মের উতপত্তি। কত আন্দোলন সংগ্রাম, কত রক্তপাত শুধুমাত্র এই ভেদাভেদের কারণে। পাকিস্তান আর বাংলাদেশ বিভক্ত হওয়া, লাখ লাখ মানুষের মৃত্যু, শ্রমিকদের উপর নির্মম হামলা এসবই এই ভেদাভেদের ফসল। কারণ ধনীরা কখনোই গরীবের কস্ট বোঝে না, বোঝার চেষ্টাও করে না। তাই তাদের মধ্যে বিরোধ ও অসন্তোষ দেখা দেয়। ফলশ্রুতিতে দাঙ্গাহাঙ্গামা, রক্তপাত, হতাহতের ঘটনা ঘটে। এতে বিস্মিত হবার কোন কারণ নেই। এগুলো অতীতেও ছিল, এখনো আছে, এবং ভবিষ্যতেও থাকবে। তবে আশা করি যাতে কমে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন