সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৪

সবজান্তা সমীপেষু............


প্রশ্ন-১। আচ্ছা ছাত্রলীগ আর সাধারন জনগণের মধ্যে কী সম্পর্ক-
ভবিষ্যতের নেতা আর সাধারণ জনগণের সম্পর্ক।
প্রশ্ন-২। বলুন তো আমার প্রেমিকার নাম কী-
বলা যাবে না। আপনার নতুন প্রেমিকা ছুটে যেতে পারে।
প্রশ্ন-৩। পাছে লোকে কিছু বলে, সামনে লোক কিছু বলে না কেন-
বলে, আপনি শোনেন না । সামনে লোকের সামনে যারা থাকে, তারা শোনে।
প্রশ্ন-৪।রস+আলোর কার্টুনগুলোয় অধিকাংশ সময় টাকার রং থাকে সবুজ কেন-
দেশে এত এত কালো টাকা, তাই রস+আলো চায় প্রকৃতির মতো নির্মল সবুজ টাকাও থাক।
রস+আলো ২৯৩ সংখ্যা থেকে সংগৃহিত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন