বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪

ঘুমপাড়ানি গানে শিশুরা ঘুমিয়ে পড়ে কেন?

দেখা গেছে ঘুম পাড়ানি গানে শিশুদের মস্তিষ্কে তরঙ্গের পরিবর্তন হয়। সব সময়ই বিভিন্ন তরঙ্গের কম্পাঙ্ক আমাদের মস্তিষ্কে উ্তপত্তি হয়। ঐ তরঙ্গগুলিকে বিটা তরঙ্গ (১৪ থেকে ২৭ চক্র/সেকেন্ড), আলফা তরঙ্গ(৮ থেকে ১৩ চক্র/সেকেন্ড), থিটা (৪ থেকে ৭ চক্র/সেকেন্ড), ডেলটা (০ থেকে ৪ চক্র/সেকেন্ড) এইভাবে ভাগ করা যেতে পারে। ই.ই.জি বা ইলেকট্রো এনসেফালোগ্রাম যন্ত্রে ঐসব তরঙ্গ ধরা পড়ে। ঘুমপাড়ানি গানের সুরেলা ছন্দ মস্তিষ্কের বিটা তরঙ্গকে ডেলটা তরঙ্গে নামিয়ে আনতে পারে, অর্থাৎ তরঙ্গ প্রায় শুন্যে নেমে আসতে পারে। ফলে শুধু শিশু কেন, মায়ের বা খালার ঘুমপাড়ানি গানের ছন্দে বড়দেরই ঘুম পেয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন