সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৪

মহিলারা সমধিকার চায় না, পুরুষের মতো চলার অধিকার চায়....

ইদানীং মহিলাদের সমান অধিকার নিয়ে কিছু লোক খুব বেশি বাড়াবাড়ি করছে যা মুসলমান হিসেবে মেনে নিতে কষ্ট হচ্ছে, কারণ তারা এর জন্য সবসময় ইসলামকেই দায়ী করে থাকে। তারা বলে ইসলাম নাকি মহিলাদের ঘর থেকে বের হওয়ার অনুমতি দেয় না। তাদের মৌলিক অধিকার হরন করেছে । অথচ ইসলামের ইতিহাস দেখেন ঐখানে দেখতে পাবেন মহিলাদের কত সম্মানই না দেখানো হয়েছে। হযরত আয়েশা(রাঃ) মহিলা হয়েও শত শত হাদিস বর্ণনা করেছেন। হযরত খাদিজা(রাঃ) ইসলামে দীক্ষিত হওয়ার পরও দেশ বিদেশে ব্যবসা করেছেন। মহিলাদের সম্পত্তির হিস্যাদার বানিয়েছেন এবং মোহরানার ব্যবস্থা করেছেন। আসলে মহিলাদের স্বাধীনতা বলতে তারা কি বুঝাতে চান তা আমরা সবাই জানি। কেন মহিলারা পর্দার ভিতরে থেকে চাকরি কিংবা ব্যবসা করতে পারে না। মহিলারা সমান অধিকার খুজতে গিয়ে তাদের সম্মান নিজেরাই হারিয়েছেন। আগে গাড়িতে মহিলারা উঠলে তাদের জন্য অনেক পুরুষ সিট ছেড়ে দিত। কারণ মহিলাদের দাড়িযে থাকতে দেখলে পুরুষদের ভাল লাগে।  তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করত। কিন্তু এখন আর করে না। কারণ তারা সমধিকার চাই। আর সমধিকার চাইলে পুরুষদের মতো দাড়িয়ে থাকতে হবে। এখনো গ্রামাঞ্চলে মহিলাদের অনেক সম্মান করা হয়, শুধুমাত্র মহিলা হিসেবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন