বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪

সিনেমা কথাটার উ্তপত্তি কোথা থেকে?

# ১৮৮৯ সালে টমাস এডিসন তার সহকার ডিপসন প্রথম বাস্তব মোশান পিকচার বা চলচ্ছবি বের করে কাইনেটোস্কোপের উদ্ভব ঘটান। প্রথম ছবি প্রদর্শনকে 'কিনেমা' বলা হত। ওখান থেকেই 'সিনেমা'।
#ভিটামিন 'এ' বেশি খাওয়া কি ক্ষতিকর?
হ্যা, ভিটামিন 'এ' বেশি খাওয়া ক্ষতিকর, কারণ অতিরিক্ত ভিটামিন 'এ' লিভারের পক্ষে খারাপ এবং এমন একটা অবস্থা সৃষ্টি করে যাকে বলে ক্যারটিনিমিয়া। গাজর বা অন্য কোনও খাদ্য থেকে বিটা ক্যারোটিন খাওয়া চলতে পারে, কিন্তু ওষুধ হিসেবে ভিটামিন 'এ' মুড়ি-মুড়কির মতো খাওয়া সত্যিই ক্ষতিকর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন