মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪

মানুষ আর জানোয়ারের মধ্যে তফাত

মানুষ শব্দটি মন+হুশ শব্দদ্বয়ের সমন্বয়ে গঠিত।  হুশ শুধু মানুষের নয় জন্তু জানোয়ারেরও আছে। আপনি কখনো কোন গরুকে দেখবেন না গর্তের মধ্যে ঝাপ দিতে কিংবা আগুণের মধ্যে ঝাপ দিতে। কোরবানের সময় যখন আমরা তলোয়ার নিই তখন গরু ছটফট করতে থাকে। অর্থাত্ তাদের হুশ আছে বলেই তা সম্ভব হচ্ছে। কিন্তু মন একমাত্র মানুষের জন্য প্রযোজ্য। এই মন দিয়ে সে বিচার করে কোথায় কখন কি করতে হবে। তাইতো পন্ডিত বলেছেন-প্রাণ থাকলে প্রাণী হওয়া যায় কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না। এই মনের কারণে মানুষ মানুষ হযে উঠে, নয়তো জন্তুর সাথে তার কোন পার্থক্য থাকতো না। মনহুশ শব্দটি কালের বিবর্তনে, ভাষার অবিরাম পরিবর্তনে মানুষে পরিণত হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন