বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪

ভালবাসা নয় ভালোবাসা-বানানের চিরাচরিত ভুল

আমরা প্রায়ই বানান নিজের অক্ষির গোচরে বা অগোচরে বানান ভুল করে থাকি। খারাপ লাগে যখন কেউ ইচ্ছা করে বানান ভুল লেখে। অনিচ্ছাস্বত্ত্বেও যাদের বানান ভুল হয় তাদের প্রতি আমার কোন ক্ষোভ নেই। কারণ "To err is human" অর্থাৎ মানুষ মাত্রই ভুল। সুতরাং কেউ যদি নিজের অজান্তে ভুল করে তাকে কোন অবস্থাতেই দোষারোপ করা যায় না। আমি এখানে কয়েকটি সাধারণ বানান ভুলের তালিকা দিচ্ছি যা আমরা প্রায়ই ভুল করে থাকি, হয়তো না জেনেই। দয়া করে আপনারা আমার সাথে মিলিয়ে দেখবেন।
ভালবাসা নয় ভালোবাসা
ভূল নয় ভুল
পুরস্কার নয় পুরষ্কার
উপলদ্ধি নয় উপলব্ধি
বিশ্বস্থ নয় বিশ্বস্ত
স্বজ্ঞানে নয় সজ্ঞানে
স্বস্ত্রীক নয় সস্ত্রীক
নূন্যতম নয় ন্যূনতম
মুহুর্ত নয় মুহূর্ত
ভৌগলিক নয় ভৌগোলিক
দুর্ণীতি নয় দুর্নীতি (কারণ শব্দটি নীতি যোগে গঠিত)
সমীচিন নয় সমীচীন
ভূল নয় ভুল
সহযোগীতা নয় সহযোগিতা
উপযোগীতা নয় উপযোগিতা                                                                                                                                     
এতদ্বারা নয় এতদ্দ্বারা
অধীন নয় অধীনস্থ
অসহ্যনীয় নয় অসহনীয়/অসহ্য
সাধ্যাতীত নয় অসাধ্য
সত্বা নয় সত্ত্বা
নিঃশেষিত নয় নিঃশেষ
আবশ্যকীয় নয় আবশ্যক
সিঞ্চন নয় সেচন
বিবাদমান নয় বিবদমান
স্বত্ত্ব নয় স্বত্ব(শুদ্ধ হল স+ব-ফলা+ত+ব-ফলা)
নির্দোষী নয় নির্দোষ
প্রাতঃরাশ নয় প্রাতরাশৱ
উপরোক্ত নয় উপর্যুক্ত
দুরাবস্থা নয় দুরবস্থা
অদ্যবধি নয় অদ্যাবধি
আজ এই পর্যন্ত লিখলাম। চেষ্টা করব যথেষ্ট তথ্য সমৃদ্ধ লেখা আপনাদের সামনে তুলে ধরার।

1 টি মন্তব্য: